বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আর জি কর আবহের মাঝেই বিশ্বভারতীর হোস্টেলে উত্তরপ্রদেশ থেকে পড়তে আসা ছাত্রীর রহস্য মৃত্যু কিনারা করল বীরভূম জেলা পুলিশ। কলকাতা থেকে চারজনকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। জানালেন বীরভূমের পুলিশ সুপার।
উত্তরপ্রদেশের বারানসি থেকে পড়তে আসা বিশ্বভারতীর শিল্প সদনের তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা সিং-এর হোস্টেলে রহস্য মৃত্যু হয় গত ৫ই সেপ্টেম্বর। নিহত ছাত্রীর পরিবার পরোক্ষে খুনের অভিযোগ দায়ের করে শান্তিনিকেতন থানায়।
১৭ দিনের মধ্যে শান্তিনিকেতন থানার পুলিশ বিশ্বভারতীর হোস্টেলে ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা কিনারা করল। আগেই দুজন গ্রেপ্তার হয়েছিল। ঘটনার সাথে মূল চক্রি গ্রেফতার। মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বীরভূমের জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, বিশ্বভারতীর নিহত ছাত্রী অনামিকা সিং, তার পরিবার, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আড়াই লক্ষ টাকা ধার করেছিলেন। পরে সেই টাকা ফিরিয়ে দেওয়ার কথা। কিন্তু নিহত ছাত্রী অনামিকা সেই টাকা শেয়ারবাজারে খাটিয়ে ডবল করতে চেয়েছিলেন। তা করতে গিয়ে প্রতারণা চক্রের সাথে জড়িয়ে পড়ে। টাকা ফেরত না আসায়। আস্তে আস্তে মানসিক দিক থেকে চাপে পড়ে অনামিকা। পরে সুইসাইড করতে বাধ্য হয়।