বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বাঁকুড়া পৌর নির্বাচনে ২৪টির মধ্যে ২১টি সিট তৃণমূলের। দলের টিকিট না পেয়ে বিদ্রোহী তিনজন নির্দল হয়ে জিতে যান।

 

তাদের মধ্যে অন্যতম ছিলেন আনন্যা রায়। যদিও নির্দল হিসাবে জয়ী হলেও পরে বিজয় মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কোলে নিয়ে পথ হেঁটেছিলেন অনন্যা রায় চক্রবর্তী। প্রাক্তন এই তৃনমূল কাউন্সিলার তারপর থেকে নির্দল কাউন্সিলর হিসাবেই কাজ করে আসছিলেন।

তারপরেই পালা বদল। শনিবার সন্ধ্যায় বাঁকুড়া নারী সুরক্ষা মহামিছিলে অংশ নিতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাঁকুড়ায় যান। তারপরেই হয়ে যায় দলবদল। আসল কথা এই মুহূর্তে দুটি দলের মধ্যে দল বদল অনেকটাই মানুষের জামা বদলের মতো। অনন্যা অবশ্য বলেন, সম্প্রতি আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতেই রাজ্য যা হচ্ছে তা দেখেই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত। এখন বিজেপিতে থেকেই কাজ করতে চান। যদিও পাল্টা আক্রমণে নেমেছে ঘাসফুল শিবির। তৃণমূলের কটাক্ষ, ওই কাউন্সিলর বিক্রি হয়ে গিয়েছেন। সত্যিই, এ খেলা চলছে নিরন্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *