বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আগামীকাল থেকে কাজে যোগ দিচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। তার আগে আজ শুক্রবার জুনিয়র ডাক্তারেরা এক বিরাট মিছিল নিয়ে অভিযান করেন CGO কমপ্লেক্স।
তাদের একটাই শ্লোগান উই ওয়ান্ট জাস্টিস । এরইমধ্যে শুক্রবারের মিছিল থেকে বারাবার উঠল তিলোত্তমা হত্যার বিচারের দাবি। খানিক চাপ বাড়ল সিবিআইয়ের উপরেও। জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সংবাদিকদের বলা হয়, “আমরা রাজনীতি করতে চাইলে এতদিন ধরে দাবি-দাওয়া নিয়ে বসে থাকতাম না। চেয়ারের লড়াই শুরু করতো। সেটা আমরা করিনি। হাসপাতাল থেকে শুরু করে সামগ্রিক স্বাস্থ্য কাঠামো নিয়ে যে দাবিতে আমরা ছিলাম সেখানেই আছি। আর বন্যা পরিস্থিতি তৈরি হতেই আমরা ধরনা তুলে বন্যা দুর্গত জায়গায় যাচ্ছি।” আজকে CGO অভিযানে নাগরিক মহলের প্রচুর মানুষ মিছিলে অংশ নিয়েছিলেন।
অন্যদিকে কলকাতার বিভিন্ন জায়গায় আজ বের হয়েছে নাগরিক মিছিল। হাইল্যান্ড পার্ক থেকে শ্যাসমবাজার পর্যন্ত বের হয় প্রতিবাদ মিছিল।