গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ সোমবার বর্ধমান লায়ন্স ক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত হলো নেহরু যুব কেন্দ্র(ভারত সরকার) আয়োজিত ইউথ কনভেনশন।
সেই সঙ্গে ৬২ টি ইয়ুথ ক্লাব কে তুলে দেওয়া হল খেলার বিভিন্ন সামগ্রী। নেহরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক গৌতম সেন জানান, যুব সম্প্রদায় কে এগিয়ে আসতে হবে আরও বেশি করে এবং যুবকদের আগামী দিনগুলো কে আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে।
পাশাপাশি তিনি নেহেরু যুব কেন্দ্র ভারত সরকারের যে সমস্ত কর্মসূচী আছে সেই কাজগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেন ।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক গৌতম সেন, সুজন ঠাকুর,বিভিন্ন ইউথ প্রতিষ্ঠান থেকে আসা সদস্য সহ অন্যান্যরা।
এদিনের এই অনুষ্টানটির উদ্বোধনী অনুষ্ঠানে ছিল একটি সুন্দর যোগনৃত্য,’আবার আসিব ফিরে ‘।পরিচালনা করেন প্রীতিলতা ব্যানার্জি ও গৌতমী দাস।