ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ আজ সকালে বেলঘড়িয়া উড়াল পুলের নিচে দু’নম্বর পার করে তিন নম্বর থেকে চার নম্বর প্ল্যাটফর্ম এ যাওয়ার সময় 7:50 নাগাদ শিয়ালদা থেকে আসা মাতারা এক্সপ্রেস এ ধাক্কা মেরে ব্রিজের নিচ থেকে নিয়ে এক ব্যক্তিকে ফেলে দেয় ।
দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝে আশেপাশের মানুষ চিৎকার করতে থাকে ট্রেন আসছে ট্রেন আসছে বলে কিন্তু ভদ্রলোকটি সেই আওয়াজ এর মধ্যে লাইন পার হতে যায় তখনই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম কৌশিক ব্যানার্জি 23 বছর বয়স ।
তার সাথে একটি কালো পিছনে কাঁধে নেওয়ার স্কুলের ব্যাগ ছিল দীর্ঘক্ষন মৃতদেহটি বেলঘড়িয়া স্টেশন এর 3 এবং 4 নম্বর লাইনের মাঝখানে পড়েছিল মাথার পিছনে আঘাত লাগে এবং পা ভেঙে যায় কালো রঙের প্যান্ট পরা ছিল গায়ে সোয়েটার।