সূর্য চট্টোপাধ্যায়, নদীয়া:- কোচিং সেন্টারের সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে গিয়ে পা পিছলে গঙ্গায় তলিয়ে গিয়ে মৃত্যু হল শান্তিপুর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সৌভিক ঘোষের। তাঁর বাড়ী শান্তিপুর পটেশ্বড়ী স্ট্রীট এলাকায়।
প্রত্যক্ষদর্শী তথা সেই সময় সৌভিকের সাথে থাকা ওই কোচিং সেন্টারের আর এক ছাত্র সায়ন দাস জানায় যে সৌভিক, সে এবং কোচিং সেন্টারের স্যার এই তিনজনই বিসর্জনের উদ্দ্যেশে ধরে গঙ্গার ঘাটে ফেলার জন্য নিয়ে যায়।
তারমধ্যে প্রথমে সায়নের পা হরকে যায় কোনোক্রমে সে পাড়ে উঠে পড়ে। তারপরই সে দেখে সৌভিক ওরফে রাজা জলে পড়ে ছটফট করছে। তখন কোচিং সেন্টারের স্যার সৌভিককে বাঁচাতে গঙ্গার জলে ঝাঁপ মারেন এবং তাঁর কাছে থাকা গামছা সৌভিকের দিকে বাড়িয়ে দেয় কিন্তু শেষরক্ষা হয়নি।
তাঁদের সামনে সৌভিক গঙ্গার জলে তলিয়ে যায়। তখন সময় আনুমানিক সকাল ১১.৩০ টা। এর পর শান্তিপুর থানার পুলিশ এসে সৌভিকের মৃতদেহ উদ্ধার করে এবং শান্তিপুর হাসপাতালে পাঠায়।