নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট: হেলিকাপ্টার অবতরণ করার অনুমতি না মেলায় বালুরঘাটে আসতে পারলেন না উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি বালুরঘাটে আসতে না পারলেও জেলা বিজেপির পক্ষ থেকে সভা বাতিল করা হয়নি। রেল স্টেশন ময়দানে সভাটি চলে যথারীতি। এই সভায় যোগী আদিত্যনাথ মোবাইল ফোনের মারফত বক্তব্য রাখেন।
বক্তব্য রাখতে গিয়ে আদিত্যনাথ বলেন, ‘আমার বালুরঘাটে যাওয়ার কথা ছিল কিন্তু বাংলার সরকার ভয় পেয়ে আমায় আসতে দিল না। তাই আমাকে মোদীজির ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে আসতে হল’।
তিনি আর বলেন, যেভাবে বাংলায় রাজনীতিতে খুনোখুনি চলছে তাতে এটা স্পষ্ট যে তৃণমূলের গনতন্ত্রে বিশ্বাস নেই। আমি আপনাদের আশ্বস্ত করছি আমি আবার আপনাদের মাঝে আসব।