নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাকে ঘিরে বালুরঘাটে জোর প্রচারে আসলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা উত্তরবঙ্গ জোন কনভেনার রথীন বোস।
বাড়ি বাড়ি প্রচারের পাশাপাশি সভাস্থল পরিদর্শন করেন ওই রাজ্য নেতা। জনসভাতে দেড় লক্ষ মানুষের সমাবেশ ঘটবে বলে দাবী রথীন বাবুর।
বিজেপি সূত্রে খবর, আগামী ৩ ফ্রেব্রুয়ারী বালুরঘাটের রেল স্টেশন সংলগ্ন মাঠে একটি জনসভা করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে।
সেখানে রাজ্য নেতৃত্বর পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ আসবেন।
তবে তার থেকে খানিকটা এগিয়ে এবার বাড়ি বাড়ি প্রচারে নামলেন বিজেপির রাজ্য সম্পাদক তথা উত্তরবঙ্গ জোন কনভেনার রথীন বোস। তিনি এদিন সকাল থেকে বালুরঘাট শহরের ১৪ নম্বর ওয়ার্ড সহ অনান্য বেশ কিছু ওয়ার্ডের বাড়ি বাড়ি যান। সঙ্গে ছিলেন বালুরঘাট টাউন মন্ডল সভাপতি সহ অনান্যরা।