নিজস্ব  প্রতিনিধি: ফুলফল ও শাকসব্জির প্রদর্শনীর উদ্বোধনে ব্যস্ত থাকার কারণে শহীদ জওয়ানের শেষকৃত্যে যাওয়ার সময় পাননি তিনি। তবে শেষপর্যন্ত পুলওয়ামার জঙ্গী হামলায় শহিদ বিজয় মৌর্যর দেওরিয়ার বাড়িতে যেতে বাধ্য হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সোমবার দেওরিয়া জেলায় জয়দেব চাপিয়া গ্রামে গিয়ে বিজয় মৌর্যর স্ত্রী বিজয়লক্ষ্মী ও বাবা রামায়ণ মৌর্যর সঙ্গে দেখা করেন তিনি।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী তাঁদের বাড়িতে না আসা পর্যন্ত স্বামীর শেষকৃত্য করবেন না বলে পণ করেছিলেন নিহত জওয়ানের স্ত্রী বিজয়লক্ষ্মী।

অবশেষে, মুখ্যমন্ত্রী না আসায় শনিবার রাতে শেষকৃত্য করতে রাজি হন তিনি। ওই দিন রাজভবনে ফুলফল ও শাকসব্জির এক প্রদর্শনীর উদ্বোধনে ব্যস্ত ছিলেন যোগী আদিত্যনাথ। যা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েন তিনি।

অবস্থা বেগতিক বুঝেই রবিবারই শহিদ বিজয় মৌর্যর বাড়ি যান যোগী। শহীদ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে ফুল দিয়ে শ্রদ্ধাও জানান তিনি। তবে সেখানে মিনিট ২০ থাকলেও নিহত জওয়ানের স্ত্রীর সঙ্গে কোনও কথা বলেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here