নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি বাংলায় সভা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করলেও, এবার তাঁরই প্রকল্প নিজ রাজ্যে অনুসরণ করতে চলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে এ রাজ্যে চাল, গম ছাড়াও আরও ৪৭২টি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মিলছে রেশনে। বেসরকারি একটি কোম্পানির সঙ্গে রাজ্য সরকারের মউ চুক্তির ভিত্তিতে এই ব্যবস্থা চালু হয়েছে। এর ফলে রাজ্য পাচ্ছে অতিরিক্ত অর্থ।