মদনমোহন সামন্ত : মানব শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ “কিডনি” বা “বৃক্ক”। এটি শরীরে ছাঁকনির মত কাজ করে । শরীরের সমস্ত আবর্জনা জলীয় মূত্র আকারে বের করে দিতে সাহায্য করে ।
কিডনি সম্বন্ধীয় রোগের চিকিৎসা এবং এ সম্পর্কে সচেতনতার জন্য ” ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রলজি” ও “ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ কিডনি ফাউন্ডেশন” প্রতিবছর মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার দিনটিকে “বিশ্ব কিডনি দিবস” হিসাবে পালন করে আসছে।
ভারতবর্ষে “ডি সি ডি সি কিডনি কেয়ার” তাদের 108 টি কেন্দ্রে সাড়ে সাতশ’র বেশি যন্ত্রপাতি নিয়ে 5 লক্ষাধিক ডায়ালিসিস করে চলেছে। এরাই ভারতবর্ষে প্রথম বাড়িতে বসে হিমোডায়ালাইসিস-এর ব্যবস্থা করেছেন। কলকাতাতে তারা প্রথম বছর পূর্ণ করলেন আজ।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে তারা প্রথমবার রুবি জেনারেল হাসপাতালের সঙ্গে একযোগে নেফ্রোলজি বিভাগের চিকিৎসক, চিকিৎসাধীন রোগী এবং বিভাগীয় চিকিৎসাকর্মীদের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করলেন ।
কেক কাটলেন হাসপাতালের সবথেকে পুরনো অথচ সর্বকনিষ্ঠ ডায়ালিসিস রোগী অনামিকা শ। তাঁর সঙ্গে ছিলেন আর এক রোগী রতন চক্রবর্তী ।
উপস্থিত ছিলেন ডাক্তার শিব যাদব , ডাঃ অরিন্দম সামন্ত , ডাঃ এস আর দেব, রাখি দাস , ডাঃ সুভদ্রা আগরওয়াল, বিকাশ ভারদ্বাজ সহ আরও অনেকে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য রুবি মোড়, গড়িয়াহাট ,মুকুন্দপুর, বালি হল্ট এবং উল্টোডাঙা স্টেশনে তারা লিফলেটও বিলি করেছেন