নিজস্ব প্রতিনিধিঃ শাসন থানার সোণ্ডালিয়া গ্রামে ন’মাসের অন্তঃসত্ত্বা মহিলা শানুরা বিবি ( 22 ) কে তার চাচাতো দেওর সাবির আলি (20)।
নিজের মাকে মারধর করার সময় পাড়ার মহিলারা বাঁচাতে গেলে শানুরা বিবি পরে যায় । সেই সময় তার দেওর তাকা বাঁশ দিয়ে পেটাতে থাকে।
ঘটনাস্থলে শানুরা বিবির মৃত্যু হয় । শানুরা বিবির স্বামী এজারুল আলি শাসন থানায় অভিযোগ করায় সাবিরকে গ্রেফতার করে শাসন থানার পুলিশ