নিজস্ব প্রতিনিধি: বীরভূমের লাভপুরের বাবুপাড়ার অবসরপ্রাপ্ত শিক্ষক সুপ্রভাত বটব্যলের বাড়িতে গতকাল সন্ধ্যাবেলায় পিস্তল হাতে চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী এবং অপহরণ করে নিয়ে যায় তাঁর ২৩ বছর বয়সী মেয়ে প্রথমাকে ।
ঘটনায় স্তম্ভিত লাভপুরবাসী। প্রতিবাদে পথে নেমেছেন এলাকার মানুষ, চলছে বিক্ষোভ ও অবরোধ। ঘটনার জন্য তারা অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি প্রথমার। পুলিশকে ঘিরে বিক্ষোভে ফেটে পড়েছেন উত্তেজিত জনতা । জানা গেছে, সুপ্রভাত বটব্যাল একজন সিপিআইএমের লাভপুর জোনাল কমিটির প্রাক্তন সদস্য।
গত ২০১১ সালে তিনি মণিরুল ইসলামের হাত ধরে তৃণমূলে যোগ দেন। কিন্তু সেখানে কিছু গন্ডগোল হওয়ায় কয়েকমাস আগে তিনি নাম লিখিয়েছিলেন বিজেপি শিবিরে।
তারপর থেকে তৃণমূলের সাথে তার বিবাদ চলছে বলে জানা গেছে। এলাকার মানুষের দাবি, তৃণমূল প্রতিহিংসা থেকেই এদিনের জঘন্য কান্ডটি ঘটিয়েছে।