সৌগত মন্ডল – রামপুরহাট- বীরভূম: এদিন বীরভূমের রামপুরহাটের স্টেশন সংলগ্ন এলাকায় দুঃস্থ গরীব মানুষদের THE EARTH OF LIVING রামপুরহাট সেন্টারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হলো।
THE EARTH OF LIVING এর শিক্ষক দীপক গুপ্তের অনুপ্রেরণায় মানব সেবাই নিরন্তর পথচলা মানুষের সাথে মানুষের পাশে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, THE EARTH OF LIVING এর শিক্ষক দীপক গুপ্ত মহাশয় তিনি বলেন এই প্রচন্ড শীতে মানুষের সেবায় একটি করে কম্বল দেওয়া হল আজ প্রায় ১০০ জন শীতবস্ত্র পেয়ে আনন্দিত।
THE EARTH OF LIVING এর সদস্যরা জানান, এর পরবর্তী আমাদের কার্যক্রম ১লা জানুয়ারি ২০১৯ আমরা আবার গরীব ও দুঃস্থ মানুষদের শীতবস্ত্র প্রদান করবো এবং ভবিষ্যতে মানুষের আরোও উপকার করার চেষ্টা করবো।”