নিজস্ব প্রতিনিধি: রাত বারোটা দশ মিনিটে অভিনন্দন অমৃতসর থেকে দিল্লিতে এসে পৌঁছলেন। সঙ্গে তাঁর বাবা-মা।
এর আগে দীর্ঘ প্রতীক্ষার পর ঘরের ছেলে ঘরে ফিরলো। ঘড়ির কাঁটায় তখন রাত নটা একুশ মিনিট । প্রায় ষাট ঘন্টা পর এফ-16 ঘাতক উইং কমান্ডার অভিনন্দন অমৃতসরে এসে পৌঁছোন। সারা দেশের মানুষ স্বস্তির নিঃশাস ফেলেন ।
জানা গেছে অভিনন্দনের মুক্তির ভিডিও তোলার জন্য এতো দেরি হল তাঁর দেশে ফেরার। এই ভিডিও তোলার পর 40 টা কাট অর্থাৎ এডিট করতে হয়।