বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
আজকের প্রাতঃকালীন হাওয়া অফিসের বার্তায় জানানো হয়েছে, আজ-কাল-পরশু সঙ্গে ছাতা রাখা ভালো। আসল কথা হলো বাতাসে প্রবল জলীয় বাষ্পর জন্য দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ থেকেই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ফলে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে।
সকালের দিকে বেশ কুয়াশা কিন্তু পড়ে দক্ষিণ বঙ্গের অনেক জেলায় মেঘের দেখা মিলবে। আজ শুক্রবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আগামী ৬-৭ তারিখ একটি পশ্চিমী ঝঞ্ঝা ঝাড়খন্ড এবং দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে। আগামী ৩-৪ দিনে কলকাতা সহ ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে বেশি দূরে নেই শীত। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ১০ জানুয়ারির পর থেকে আবারও বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। অর্থাৎ প্রায় ২-৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। তবে ১০ জানুয়ারির পড়ে তাপমাত্রা কমতে থাকবে।
উত্তরবঙ্গে কিন্তু বেশ ঠান্ডা। ঠান্ডা বেশ বেড়ে চলেছে। নতুন বছরের শুরুতেই উত্তরে হুহু করে নেমেছে তাপমাত্রা। পশ্চিমের জেলা গুলির পাশাপাশি দার্জিলিং এও চকটি সপ্তাহে বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশপাশে থাকবে তাপমাত্রা। দার্জিলিঙে বৃষ্টির সঙ্গেই তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংএ।