বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা কম থাকলেও, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এদিন বেড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী দু’দিনে এই তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন ও শনিবার দার্জিলিং-এর কোনও কোনও জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
আপাতত আগামী দু’দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে তারপরের দু’দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। এই সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির কোনও কোনও জায়গায় ঘন কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবার উল্লিখিত জেলাগুলির সঙ্গে ঝাড়গ্রাম এবং নদিয়া জেলার কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও আগামী দু’দিন তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে। তবে তার পরের দু’দিনে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। শুধুমাত্র পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদে ঘন কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাস।
শুক্রবার সকালে আবহাওয়া দফতর ( Weather Alert) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকলেও ভোরের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু’ডিগ্রি বেশি। বৃহস্পতিবার যা ছিল ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোথাও বৃষ্টিপাত হয়নি।