বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
গত ২৫ ও ২৬ তারিখ মোটের উপর বাংলার আবহাওয়া বৃষ্টিবিহীন ছিল। তারমানে এই নয় যে বৃষ্টির বন্ধ হয়ে গেলো। বৃষ্টির আবার আসছে। ২৭ তারিখ সকালে আলিপুর আবহাওয়া অফিসে ফোরকাস্ট প্রকাশিত হয়েছে।
হাওয়া অফিস জানাচ্ছে, সাইক্লোনিক সার্কুলেশন এবং পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের একবার শীত বৃষ্টির জোড়া দাপট চলবে। মঙ্গলবার থেকে ফের আবহাওয়ার বদলের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বৃষ্টিতে ভিজবে। একটা বড়ো অংশ নিয়ে ছড়িয়ে আছে ঘনীভূত চাপ বলয়। ঘূর্ণাবর্তটি বিস্তৃত রয়েছে বাংলাদেশ ও তার সংলগ্ন এলাকার সমুদ্রতল থেকে ১.৫ কিমি থেকে ৩.১ কিমি পর্যন্ত৷ পশ্চিম রাজস্থান ও তার সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। আবহাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে ফের উচ্চচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে বাতাসে। আর তার ফলেই আবার বৃষ্টির সম্ভাবনা সুচিত হয়েছে। তবে দিন দুই কোনো বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। সকালে হালকা কুয়াশায় ঢাকা থাকলেও বেলা গড়াতেই পরিষ্কার আকাশ থাকবে। উঁকি দেবে রোদ। তবে জানুয়ারির শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রাও। শীত চলবে আরো কয়েক দিন।
তবে উত্তরবঙ্গ এর মধ্যে ভিজতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, ২৬ থেকে ২৮ জানুয়ারির মধ্যে দার্জিলিঙে বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বাকি আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টির পাশাপাশি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মনোরম পরিবেশ পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষনীয়।