বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সারা বাংলা জুড়ে পারদের পতন অনেকটা হয়েছে। তারমধ্যে দক্ষিণ বঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা। সকালে কুয়াশা। দৃশ্যমানতার অভাবের কারণে গাড়ি ও ট্রেন ধীরে চলছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। ২২ জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। তবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত। এই মুহূর্তে প্রবল বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৩ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ ও ২৫ শে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। সকালে কুয়াশা ও দিনভর মেঘলা আকাশ সঙ্গে কয়েক দফা বৃষ্টি হতে পারে দক্ষিণের জেলা গুলিতে। আরও ২-৩ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকবে। ঠান্ডায় কাঁপবে দুই বঙ্গ।
উত্তরবঙ্গতেও বৃষ্টির হওয়ার সম্ভাবনা। দার্জিলিং ও কালিংপঙ ভিজতে পারে বৃষ্টিতে। অন্যদিকে সকালে উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশা। শৈত্য প্রবাহের প্রবল সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই তবে খানিকটা নেমেছে তাপমাত্রা। আগামী ৩/৪ দিন তাপমাত্রা একই রকম থাকবে।