বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
আবহাওয়ার নাটকীয় পরিবর্তন। এমনিতেই বলা হয় মকর সংক্রান্তিতে শীত খুব বেশি পরে। কিন্তু এ বছর ততটা শীত থাকবে না বলেই ধরা হয়েছিল। কিন্তু না, গত ২ দিন ধরে উত্তুরে হাওয়া গতি রাড়িয়েছে। আর দুই বঙ্গেই এক প্রকার শৈত্য প্রবাহ চলেছে। আজ সকালের হাওয়া অফিসের বার্তা, ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি হল উত্তরবঙ্গের অধিকাংশ জেলায়। এর মধ্যে আছে বৃষ্টির সম্ভাবনা।
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একাংশে শৈত্যপ্রবাহ চলবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে একধাক্কায় ৫ ডিগ্রি মত কমেছে তাপমাত্রা। শুরু হয়ে গিয়েছে শীতের দ্বিতীয় পর্ব । তবে খুব বেশি দিন তা জারি থাকবে কিনা সেই নিয়ে ধন্দ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২-৩ দিন পরই বদলে যাবে আবহাওয়া। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে, যার জেরে ফের কিছুটা বাড়বে তাপমাত্রা৷ বর্তমানে অবাধে উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকবে, যার জেরে ফের কিছুটা বাড়বে তাপমাত্রা৷ বর্তমানে অবাধে উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে।আগামী দুদিনে পশ্চিমের জেলা গুলিতে ১০ ডিগ্রির নীচে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে।
ইতিমধ্যে একটা পশ্চিমি ঝঞ্ঝার সম্ভাবনা দেখা দিয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আছে।
ওদিকে উত্তরবঙ্গের, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশা থাকতে পারে। জারি হয়েছে সতর্কতা। দার্জিলিংএ বৃষ্টি হতে পারে।