বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
কলকাতার পাশাপাশি কয়েকটি জেলার ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম রয়েছে। যা আগামী কয়েকদিন বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতে সকালের দিকে কুয়াশা থাকতে পারে। দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টিপাতের সঙ্গে তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। এইসময় বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে।
তবে এই সময় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার আবহাওয়া শুকনো থাকবে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও পূর্বাভাস নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে আগামী সাতদিন একইরকমের আবহাওয়া থাকতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সাধারণভাবে কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ, সর্বনিম্ন ৩৯ শতংশ।