বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক
পৌষ সংক্রান্তি দোর গোড়ায় কিন্তু শীতের দেখা নাই। হাইতো মকর সংক্রান্তি স্নান ভালো হবে, কিন্তু শীত ছাড়া মকর সংক্রান্তি ভাবতেই কেমন লাগছে। চিন্তা নেই আবহাওয়া অফিসের ফোরকাস্ট আসছে শীত। ১০/১১ তারিখ থেকেও উত্তরে বাতাস ঢুকে হু হু করে। বাঙালি আবার একটা শীতের স্পেল পাবে। হাওয়া অফিস জানিয়েছে চলতি সপ্তাহেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফিরবে শীতের আমেজ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কাল থেকেই রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। চলতি সপ্তাহেই ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে।
আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে আকাশে মেঘ থাকবে।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত রাজ্যের সর্বত্র আবহাওয়া শুকনো থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বাঁকুড়া, পুরুলিয়াতে ঠান্ডা অনেকটা নেমে যেতে পারে।জানুয়ারির প্রথম দিক থেকে একেবারে শীতের দেখা মিলছিল না। তবে এবার ফের ফিরবে কনকনে ঠান্ডা।
উত্তরবঙ্গে অবশ্য ঠান্ডা ঠিকমতো আছে। মালদা বাদ দিলে বিশেষ করে পাহাড়ে ঠান্ডা ভালোই। উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে। উত্তরের জেলা গুলিতে দিনের বেলাতেও কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে। শীতের থেকে বেশি ভোগাবে কুয়াশা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে সকালের দিকে বেশ কুয়াশা থাকবে। বেলা বাড়লে ঝকঝকে রোদ।