নিজস্ব প্রতিনিধি: আজকের দিনে প্রতিবন্ধী মানুষেরা আমাদের সমাজে মানসিক,অর্থনৈতিক ভাবে পিছিয়ে রয়েছে।এটাই হল সঠিক সময় যাতে তাদের আমাদের সমাজ ও দেশের উন্নতিসাধনে এগিয়ে নিয়ে আসতে হবে।
এই চাহিদার উপর ভিত্তি করেই ‘উই আর দ্যা কমন পিওপিল’ একটি সচেতনতা শিবিরের আয়োজন করেছিল।গত ৩রা ডিসেম্বর প্রেস ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে তাদের সংস্থার পক্ষ থেকে তৃণমূল, বিজেপি, কংগ্রেস ও সিপিআইএম এর কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।
এই স্মারকলিপিতে প্রধানত যে দাবিগুলি তারা রাখেন তা হল ১.সকল রাজ্য ও কেন্দ্রীয় বিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান সহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের সুবিধাজনক শৌচালয়,লিফ্ট ও চলার রাস্তা রাখতে হবে।
২.তাদের সাহায্যের জন্য টোল-ফ্রি নং রাখতে হবে।
৩.প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য সব পঞ্চায়েত ও ওয়ার্ডে ত্রৈমাসিক ভিত্তিতে ক্যাম্প করতে হবে।
৪.ডিজিটাল আইডেনটিটি কার্ড তৈরী করতে হবে।
৫.তাদের প্রতিবন্ধকতা বিচার করে ৫০% পর্যন্ত যানবাহনে ভাড়া ছাড় দিতে হবে।
৬.তাদের প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ৫০০০ টাকা প্রতি মাস করতে হবে।
৭.প্রত্যেক লোকাল ও এক্সপ্রেস ট্রেনে অন্তত ২টি সিট সংরক্ষিত করতে হবে।
৮.পঞ্চায়েত সহ পুরসভা,বিধানসভা ও লোকসভা নির্বাচনে অন্তত ৫% সিট সংরক্ষিত করতে হবে।
৯.তাদের ‘স্বাস্থ্য সাথী’ প্রকল্পের আওতায় আনতে হবে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক বৈশালী ডালমিয়া, এয়ার ফোর্সের প্রখ্যাত উইং কমান্ডার এইচ জে ক্লেয়ার সহ আরও অনেক বিশিষ্ট নাগরিক।