মদনমোহন সামন্ত : 2017 সালের ডবলিউ বি সি এস পরীক্ষার সমস্ত খাতাপত্র কোর্টে জমা দিতে হবে কারণ পরীক্ষার্থীরা মনে করছেন এই ব্যাপক দুর্নীতি হয়েছে।
এছাড়াও, আরো বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে “পিএসসি দুর্নীতি মুক্ত মঞ্চ”র সদস্যরা আজ বুধবার টালিগঞ্জের পিএসসি ভবন (পশ্চিমবঙ্গ লোকসেবা আয়োগ কর্মকেন্দ্র) ঘেরাও করেন।
ঘেরাও করতে এসে তাঁরা শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে অবস্থান শুরু করে দেন। পরবর্তী সময়ে এই অবস্থান থেকে স্লোগান তোলা হয় পিএসসির চেয়ারম্যানকে সরাতে হবে – তাঁরা এই মর্মে স্মারকলিপিও জমা দিতে যান।