গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ তৃণমূল ছাত্র পরিষদ(দাঁইহাট)-এর পরিচালনায় প্রতি বছরের ন্যায় এবারও দাঁইহাট পৌরসভার ১৪ ওয়ার্ডের টিম নিয়ে ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছিল তারই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় ৩ নং ওয়ার্ড।

২৬ জানুয়ারী শনিবার দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ১২ নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ড।টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১২ নং ওয়ার্ড।নির্ধারিত ১৬ ওভারের খেলায় ১২নং ওয়ার্ড ১৪.২ ওভারে ৯১ রানে অল আউট হয়ে যায়।

জবাবে ব্যাট করতে নেমে ৩ নং ওয়ার্ড ১৩.৩ ওভারে ৪ উইকেটে ৯৬ রান তোলে জয়লাভ করে।চ্যাম্পিয়ন হয়ে ৩নং ওয়ার্ড তুহিন সামন্ত স্মৃতি উইনার্স ট্রফি লাভ করে।১২নং ওয়ার্ড মনোজিতময় দে স্মৃতি রানার্স ট্রফি লাভ করে।৭নং ওয়ার্ড তৃতীয় স্থান লাভ করে সুমিত চ্যাটার্জ্জী ট্রফি পায়।

ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় বিপুল রায়(৩নং ওয়ার্ড)।ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয় সুরজ ঘোষাল(৩নং ওয়ার্ড)।ম্যান অব দি সিরিজ রানার্স নির্বাচিত হয় প্রিয়তোষ ব্যানার্জ্জী(৫নং ওয়ার্ড)।বেস্ট ব্যাটসম্যান নির্বাচিত হয় সঞ্জীব সাহা(১২নং ওয়ার্ড)।বেস্ট বোলার নির্বাচিত হয় অর্ণব দত্ত(৩নং ওয়ার্ড)।সেরা অলরাউন্ডার সুমন চক্রবর্ত্তী(৫নং ওয়ার্ড)।

পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, দাঁইহাট পৌরসভার পৌরপ্রধান শিশির কুমার মণ্ডল,দাঁইহাট পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান সন্তোষ দাস,পূর্ব-বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাধানাথ ভট্টাচার্য, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,কাটোয়া ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জিত মণ্ডল, কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাইসুন্দর মুখার্জ্জী,পূর্ব-বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সেখ সোলেমন সহ দাঁইহাট পৌরসভার সমস্ত কাউন্সিলরগণ।খেলার মাঠে প্রচুর দর্শক খেলা দেখতে ভিড় জমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here