গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ শুক্রবার দেশ ও রাজ্যজুড়ে জাতীয় ভোটার দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো। কাটোয়া মহকুমা শাসকের ব্যবস্থাপনায় কাটোয়া গভর্মেন্ট পি. টি. টি. আই. কলেজ প্রাঙ্গণে জাতীয় ভোটার দিবস পালিত হলো। উদ্বোধনী সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন কাটোয়া মহকুমা শাসক সৌমেন পাল।
১৯৫০ সালের ২৫ শে জানুয়ারি নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। ২০১০ সাল থেকে ঠিক করা হয় এই দিনটিতে জাতীয় ভোটার দিবস পালিত হবে। সেই থেকে এই দিনটি পালিত হচ্ছে।
এ বছর রাজ্য ‘বেস্ট ইলেক্টোরাল প্রাকটিস’ পুরস্কার পাচ্ছে। পুরস্কার নিতে দিল্লি গিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল গুপ্তা।