নিজস্ব প্রতিবেদক, : নলহাটির হরিপ্রসাদ ময়দানে গতকাল এক সভায় বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “অনুব্রত মণ্ডলকে নাকি জেলে পুরবে? আমি কি চুরি করেছি নাকি ? আমাকে জেলে পুরলে আমি জেল থেকেই ভোট করে দেখিয়ে দেব। আমি কাউকে ভয় পাই না। তৃণমূল কাউকে ভয় পায় না”।
নলহাটির হরিপ্রসাদ ময়দানে এমনই এক মন্তব্য করলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
পঞ্চায়েত সদস্যদের উদ্দেশ্যে অনুব্রতবাবু বলেন, ” একটা গরীব মানুষদের কেও ঠকাবেন না। কোনো গরীব মানুষ কোনও কাজের জন্য এলে সরাসরি জেলা কমিটির সদস্যদের জানাবেন।
ওনারা যদি না করে দেয় তাহলে আপনারা সরাসরি আমাকে জানাবেন। আমি আপনাদের সমস্ত কাজ করে দেব। কোনো গরীব মানুষদের কাছ থেকে টাকা নিয়ে পাপের ভাগী হবেন না “।