সূর্য চট্টোপাধ্যায়: আজ ১০ই মার্চ ২০১৯ রবিবার দিল্লীর বিজ্ঞান ভবনে বিকেল পাঁচটায় সাংবাদিক বৈঠক ডেকে ভারতের জাতীয় নির্বাচন কমিশন ২০১৯ লোকসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ করল। এবারের লোকসভা ভোট হবে ৭ দফায়। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ শে মার্চ ।
পশ্চিমবঙ্গে এই প্রথম ৭ দফায় ভোট হতে চলেছে। তার মানে হলো পশ্চিমবঙ্গে ৪২ টি লোকসভা আসনের ভোট হবে মোট ৭ দফায়। ১১ই এপ্রিল প্রথম দফায় পশ্চিমবঙ্গে ২টি লোকসভা আসনে ভোট। ১৮ই এপ্রিল দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গে ৩টি লোকসভা আসনে, ২৩শে এপ্রিল তৃতীয় দফায় পশ্চিমবঙ্গে ৫টি লোকসভা আসনে, ২৯শে এপ্রিল।
চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে ৮টি লোকসভা আসনে, ৬ই মে পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে ৭টি লোকসভা আসনে এবং ১২ই মে ষষ্ঠ দফায় পশ্চিমবঙ্গে ৮টি লোকসভা আসনে এছাড়াও ১৯শে মে সপ্তম দফায় পশ্চিমবঙ্গে ৯টি লোকসভা আসনে ভোট অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, দেশের গণতন্ত্র এবং আইন কানুন অক্ষুন্ন রেখে ভোট পর্ব শেষ করাই জাতীয় নির্বাচন কমিশন প্রধান লক্ষ্য সেই কারণেই এবারের লোকসভা ভোট ৭দফায় করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।