বিশেষ প্রতিনিধি : পাঁচ রাজ্যের বিধানসভা ভোট মুখ থুবড়ে পড়লো পদ্ম শিবির। এই ফলাফল ২০১৯ এর লোকসভা ভোটের আগে বিজেপি এর কাছে বড় ধাক্কা। উচ্ছাসিত বিরোধীরা।
রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম ও তেলেঙ্গানা ভোটার ফলাফল সরাসরি ইঙ্গিত করছে সাধারণ মানুষের আস্থা হারাতে বসেছে বিজেপির ওপর থেকে। এখন বড় কথা, বড় প্রশ্ন লোকসভা নির্বাচনে প্রত্যাবর্তন না পরিবর্তন? বিজেপি কি পারবে এই ধাক্কা সামলাতে?
বিরোধীদের এক জোট করার জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘাঁটি করেছেন দিল্লিতে। ইতিমধ্যে তিনি টুইট করে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিরোধীরা কতখানি ঐক্যবদ্ধ হতে পারবে তা এখানে স্পষ্ট নয়। তবে মোদির কপালে যে চিন্তার ভাঁজ তা স্বচ্ছ।