মদনমোহন সামন্ত : আজ রবিবার সকালে হাজরা মোড়ে “পশ্চিমবঙ্গ অতিথি অধ্যাপক সমিতি” তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন । তাঁদের দাবি, অতিথি অধ্যাপকদের 65 বছর পর্যন্ত চাকরি স্থায়িত্ব , অধ্যাপক অভিরূপ সরকার ও অধ্যাপক জীবন মুখোপাধ্যায় নেতৃত্বাধীন উচ্চশিক্ষা বিষয়ক উপদেষ্টা কমিটি ও স্ট্যান্ডিং কমিটির সুপারিশ কার্যকর করা।
সেই সঙ্গে আংশিক সময়ের শিক্ষক-চুক্তিভিত্তিক শিক্ষক-অধ্যাপকদের একই পদমর্যাদা এবং একই ধরনের সুযোগ-সুবিধা দেওয়া, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান — এই দাবিগুলি নিয়ে তাঁরা বিক্ষোভ জানাতে এলে পুলিশ তাঁদের হাজরা মোড়ে আটকে দেয়। তাঁরা সেখানেই স্লোগান দিতে থাকেন । পরে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার জন্য এক প্রতিনিধিদল পাঠান।