নিজস্ব প্রতিনিধি ,বোলপুর:  ‘দিদিভাইকে (মমতা বন্দ্যোপাধ্যায়) বোলপুরে ঢোকার আগে ভিসা না নিতে হয়। ফের ফেসবুকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে পোস্ট করে বিতর্ক তৈরি করলেন বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা। তিনি পোস্টে আরও উল্লেখ করেন, অনুব্রত মণ্ডল কাছে মমতা বন্দ্যোপাধ্যায় অসহায়।

দলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত মালের নাম উল্লেখ করে দেওয়াল লিখন করেন তৃণমূল কাউন্সিল সুকান্ত হাজরা। বোলপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এই দেওয়াল লিখন ঘিরে জল্পনা তৈরি হয় দলেরই অন্দরে৷ বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ হতেই পরে অবশ্য অসিত মালের নাম মুছে দেওয়া হয়৷

অন্যদিকে, আগেই স্যোসাল নেটওয়ার্ক সাইট টুইটারে বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অনুপম হাজরা এই কেন্দ্রের প্রার্থী হিসাবে অসিত মালের নাম উল্লেখ করে ভোটের আবেদন করেছিলেন। যা নিয়ে রীতিমত বিতর্ক তৈরি হয়েছিল। পরে অনুপমবাবুকে দল থেকে বহিষ্কার করা হয়।

এদিন, অসিত মালের নামে দেওয়াল লিখনের ছবি ফেসবুকে পোস্ট করে প্রাক্তন সাংসদ অনুপম হাজরা লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী ঘোষণার আগেই বোলপুরে দলীয় নেতার নামে দেওয়াল লিখন তৃণমূলের।” তিনি আরও লেখেন, “নভেম্বরেই টুইট করে ভবিষ্যৎ বাণী করেছিলাম। আজ আশাকরি সবাই প্রমাণ পেলেন।”
এরপরেই অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে অনুপম হাজরা লেখেন, “কেষ্ট (অনুব্রত মণ্ডল) কাকুর কাছে দিদিভাই (মমতা বন্দ্যোপাধ্যায়) বড় অসহায়। একবার বুঝেছিলাম আমার বহিষ্কারের সময়। আর আবার বুঝলাম আজকে।” এরপরেই কটাক্ষ করে তিনি লেখেন, “এরপরে দিদিভাইকে বোলপুরে ঢোকার আগে ভিসা না নিতে হয়।”

আর আগেও একাধিক বার স্যোসাল নেটওয়ার্ক সাইট ফেসবুকে একাধিক অনুব্রত মণ্ডলে বিরুদ্ধে পোস্ট করে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন অনুপম হাজরা। ২০১৪ লোকসভা নির্বাচনের কিছু দিন পর থেকেই অনুপম হাজরার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সাংসদ অনুপম হাজরার। এই লোকসভা নির্বাচন ঘোষণার আগে ভাগেই অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here