নিজস্ব প্রতিনিধিঃ নিউ টাউন আকাঙ্খা মোড়ে অফিস খুলে এক এক জনের থেকে দেড় লক্ষেরও বেশি টাকা নিয়ে প্রতারণা করে ওই সংস্হার লোকজন।
আনুমানিক 25 জনের থেকে টাকা নিয়ে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ । সকলকেই থেকে সিঙ্গাপুর নিয়ে যাবে বলে টহোপ দেওয়া হয়। নিউটাউন থানায় ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।