এই মূহুর্তে বিজয় মাল্যকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে By News Editor - February 4, 2019 0 28 নিজস্ব প্রতিনিধি: ন’হাজার কোটি টাকা ঋণখেলাপির নায়ক বিজয় মাল্যকে আগামী পক্ষকালের মধ্যে দেশে ফিরিয়ে আনতে চলেছে কেন্দ্রীয় সরকার । আজ ব্রিটেনের আদালত মাল্যকে ভারতে পাঠাবার আদেশ দিয়েছেন। অবশ্য বিজয় মাল্য উচ্চ আদালতে আপিল করার জন্য সময় পাবেন।