বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:-গত শুক্রবার যাদবপুর ইউনিভার্সিটি পিএফ ট্রাস্টি বোর্ড নির্বাচনে কর্মচারী সংসদের প্রার্থী সঞ্জয় রায়চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন । নির্বাচনে কর্মচারী সংসদের বিরুদ্ধে প্রধান প্রার্থী ছিলেন সারা বাংলা তৃণমূল শিক্ষাবন্ধু সমিতির। শিক্ষাবন্ধু সমিতির তরফে নির্বাচনী প্রচারে নানা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো এবং নির্বাচনের দিন উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করা হলেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা সব অপপ্রচারের মোকাবিলা করে নির্বাচনে বিপুল ভোটে কর্মচারী সংসদের প্রার্থীকে জয়ী করেছিলেন। নির্বাচনে বিজয়ী হওয়ার পর সোমবার সংসদের বিরাট মিছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবনের সামনে থেকে যাদবপুর ক্যাম্পাস চত্বর এবং রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড পরিক্রমা করে সংসদ কার্যালয়ে শেষ হয়। সংসদের সভাপতি মনিকা সাহা ও সাধারণ সম্পাদক জিতেন সিং এবং পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী যুক্ত সংগ্রাম পরিষদের সভাপতি বিশ্বনাথ রাহা সকলকে অভিনন্দন জানিয়েছেন।
Home এই মূহুর্তে যাদবপুর ইউনিভার্সিটি পিএফ ট্রাস্টি বোর্ড নির্বাচনে কর্মচারী সংসদের জয়ের পর বিজয় মিছিল