নিজস্ব প্রতিনিধি: পাট্টাকৃত জমি প্রতিবেশীকে চাষ করতে দিয়ে বিপাকে ওই জমির মালিক। নাম কবীত্রি রবিদাস। স্বামী মৃত দজু রবিদাস।
ঘটনা দক্ষিন দিনাজপুর জেলার কামাড়পাড়া এলাকার। অভিযোগ বছর খানেক আগে ওই বিধবা মহিলা তাঁর ‘ভেষ্ট’ জমি চাষ আবাদ করার জন্য তারই প্রতিবেশি সুব্রত চৌধুরী নামক একজনকে দিয়েছিল।
বেশ কিছু দিন এরকম চলার পর বর্তমানে আর জমির ফসল ওই বিধবা অসহায় মহিলাকে দিতে অস্বীকার করছে অভিযুক্ত সুব্রত চৌধুরী। যাতে অসহায় বৃদ্ধা তার জমি ও ফসল দুটিই ফিরে পান তারই আর্জি জানাতে বালুরঘাট থানার দ্বারস্থ হন কবীত্রি দেবী। থানা সুত্রে জানাযায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।