নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললেন ন্যায়ালয়ে ন্যায়ের জয় হল। আমরা খুশি। দেশের আইন ব্যবস্থার ওপর আমাদের আস্হা আছে ।
মোদী সরকারের সমালোচনা করে তিনি বলেন, ওরা যা ইচ্ছে তাই করে যাবে তা হবার নয় । রাজনৈতিকভাবে কিছু করতে না পেরে বিজেপি নোংরামি করছে । মমতা বলেন, ওরা আমাকে এখন গালিগালাজ করছে। এই তো ওদের আসল পরিচয় ।