নিজস্ব প্রতিনিধি: রাজারহাট থানার অন্তর্গত মহিষগদি এলাকায় ভেরি থেকে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার হল। মৃতদেহের সঙ্গে একটি মাফলার উদ্ধার। গৃহবধূর নাম নুরজাহান বিবি।
মৃত গৃহবধূর ১২ বছর আগে বিয়ে হয় মহিসগদির বাসিন্দা মোতালেব মোল্লার সাথে। তাঁর আত্মীয়ের অভিযোগ মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝামেলা হতো। অভিযোগ বারবার স্ত্রীকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত মোতালেব। ইতিমধ্যে রাজারহাট থানার পুলিশ মৃৃৃতার স্বামীকে আটক করে ।
পুলিশ সূত্রে খবর মঙ্গলবার বিকেলে যখন মোতালেব লাউহাটি যাচ্ছিল ভেরির পার ধরে তখন ছোট ছেলে ও বউ তার পিছন পিছন আসছিল এবং ১০০ টাকা চাইছিল। কিন্তু সেটা দিতে রাজি ছিল না। সেই নিয়ে দুজনের মধ্যে ভেরির পারে বচসা হয়। এবং ভেরির পারে ছেলের সামনেই লাঠি দিয়ে স্ত্রীকে মারে। তখন সে ভেরিতে পড়ে যায়। ছেলের কান্নার আওয়াজ শুনে স্থানীয়রা গেলে মৃতদেহ দেখতে পায়। রাজারহাট থানায় খবর দিলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের কাছ থেকে স্বামীর মাফলার ও জুতো উদ্ধার হয়।