নিজস্ব সংবাদদাতা, :নদীয়া কৃত্রিম পদ্ধতিতে তৈরি ৬৪০ লিটার ভেজাল দুধ সহ তিন ব্যক্তিকে গ্রেফতার করলো মুরুটিয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর,বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১৬ টি কন্টেনারে ৬৪০ লিটার ভেজাল দুধ উদ্ধার করে পুলিশ।ধৃত তিন ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পেরেছে,ছানার জলের সাথে কস্টিক সোডা ও ডালডা মিশিয়ে কৃত্রিম পদ্ধতিতে এই দুধ তৈরি হত।
পরে সেই গুলি তেহট্ট মহকুমার বিভিন্ন মিষ্টির দোকানে সরবরাহ করা হত।এই ঘটনায় যে বলেরো গাড়িটি করে দুধ পাচার হচ্ছিল,সেই গাড়িটিও আটক করেছে পুলিশ।শুক্রবার ধৃতদের তেহট্ট মহকুমা আদালতে তুলবে পুলিশ।পাশাপাশি ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই ভেজাল দুধ তৈরির কারখানার হদিস পেতে তদন্ত শুরু করেছে পুলিশ।