অর্ণব মৈত্রঃদেগঙ্গা থানার খূদ্র মন্ডলগাথি খালপার এলাকায় মাস ছয়েক ধরে ভাগরের মাংস বিভিন্ন হোটেলে পাচার হত এমনটাই অভিযোগ এলাকার সাধারণ মানুষের।
আজ সন্ধ্যা নাগাদ এলাকার কিছু মানুষ দেখতে পাই যে প্রচুর মরা পশু যা সবাই পচন ধরেছে সেই সমস্ত পশুর মাংস কাটাই হয়ে বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হত এলাকার সাধারণ মানুষ তাদের জিঙ্গাসাবাদ করতেই পালিয়ে যাই তারাই পুলিশের খবর দেই ।
একেবারে নির্জন এলাকা ছোট খালের পাশে এই উচু পাঁচিলঘেরা ঘেরা জাইগাই দিনের পর দিন ভাগারের মাংস কাটার কাজ চলতো এলাকার মানুষ একটি মাংস ভর্তি গাড়ি ধরে ভাঙচুর চালায় এলাকার মানুষ ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ এলাকায় উত্তেজনা