কোচবিহার:ক্রম উন্নয়নের পথে উত্তরবঙ্গ
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে কোচবিহার জেলার খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের সোনার বাংলা কলোনীর প্রবেশদ্বার থেকে শিব যোগ্য মন্দির পর্যন্ত ভায়া সর্বশ্রী হোটেলের প্রেভার ব্লকের রাস্তার নির্মাণ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানের শুভ সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।
উপস্থিত আছেন কোচবিহার জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল আহমেদ সহ অন্যান্যরা।
দীর্ঘ ২.১০০ কিলোমিটার বিস্তৃত এই রাস্তার তৈরি করতে ব্যায় হবে দু কোটি টাকা যা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে বরাদ্দ করা হবে জানান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়।