নদীর জলে ভেসে ওটা অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়া কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় নদীয়ার তেহট্টে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে নদীয়ার তেহট্ট থানার অন্তর্গত কানাইনগর উত্তর চর এলাকায় জলঙ্গি নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় পথচারীরা।
বিষয়টি জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর পেয়ে তেহট্ট থানার পুলিশ ঘটনার স্থলে পৌঁছে দিহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করেছে তেহট্ট থানার পুলিশ।