নিজস্ব প্রতিনিধি: ইউনিয়নের এর দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং ইঞ্জিনিয়ারিং এর ছাত্র ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মিছিল করেন।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তর থেকে বেরিয়ে 2 নম্বর গেট হয়ে রাজা সুবোধ মল্লিক রোড ধরে 4 নম্বর গেট পর্যন্ত আসা মিছিলে ইউনিয়নের দাবিতে স্লোগান তোলা হয় এবং মিছিল পথ পরিক্রমা করে প্রশাসনিক কার্যালয় অরবিন্দ ভবন এসে পৌঁছায়।

সেখানে স্লোগান দেওয়ার পরে তারা উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য বসেন। প্রসঙ্গত উল্লেখ করা দরকার , এই বিষয়ে গণভোট নেওয়া হয়েছিল এবং তাতে 97% ছাত্রছাত্রীরা ইউনিয়নের পক্ষে রায় দিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here