গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: উদ্যোমী বাংলার উদ্যোগে ও বন্ধু এক আশা’র একান্ত সহযোগিতায় গত শুক্রবার পুর্ব বর্ধমানের, শ্রীখণ্ড এলাকার ” বিশ্ববন্ধু মিশন”-এর আবাসিক প্রতিষ্ঠানের ছোট ছোট সকল ছাত্রছাত্রী এবং পাশের আদিবাসী এলাকার কিছু মানুষের দের হাতে তুলে দেওয়া হল শীতের কম্বল।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাটোয়া মহাকুমা শাসক সৌমেন পাল , -বন্ধু এক আশার সভাপতি প্রিতম সরকার এবং নেহরু যুব কেন্দ্র দক্ষিণ কলিকাতার জেলা আধিকারিক তথা রাষ্ট্রসংঘের স্বেচ্ছাসেবক রঘুমণি চট্টোপাধ্যায়, উদ্যমী বাংলার পক্ষ থেকে শ্রীকান্ত চট্টোপাধ্যায় এবং প্রহ্লাদ হালদার।
এই অনুষ্ঠানের মাধ্যমে লোকশিল্পী মূস্থুলী গ্রামের বাসুদেব ঘোষ এবং কলকাতার সমাজসেবিকা সম্পা বিশ্বাস কে সমাজে বিশেষ অবদানের জন্য মহাকুমা শাসক দ্বারা “বাংলার উদ্যমি সম্মান ২০১৯” প্রদান করা হয়।
সমগ্র অনুষ্ঠানটির আয়োজন এবং সঞ্চালনা করেন বিশ্ব বন্ধু মিশনের প্রতিষ্ঠাতা এবং চুরপুনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডঃ বিশ্বনাথ বালা।