নিজস্ব প্রতিনিধি : তৃণমূলের গোষ্ঠী কোন্দলে গোলাগুলি। ঘটনায় মৃত দুই, জখম এক। গঙ্গারামপুর থানার ঠ্যাঙাপাড়া এলাকার ঘটনা।
মৃত দুইজনের নাম পরিতোষ ভৌমিক(৪৮)ও সৈদুর রহমান(৪৬)। প্রথম জনের পিঠে গুলি লেগেছে। দ্বিতীয়জনের মাথায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ঘটনায় সঞ্জয় সরকার নামের একজন জখমও হয়েছেন।
পিঠ ও পায়ে গুলিবিদ্ধ অবস্থায় তাকে গঙ্গারামপুর সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যপক উত্তেজনা।
নেমেছে রেফ। স্থানীয় সূত্রের খবর টেন্ডার ও কাজের বখরা নিয়ে কাজিয়ার জেরেই তৃণমূলের লোকেরা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।
এলাকাবাসীরা জানান, গত কাল রাত্রে টি এম সি – র কিছু কর্মী নিজেদের ভেতর টেন্ডারের হিসাব ও বকরা খাওয়া নিয়ে বচসা শুরু হয়।এরপর দুই পক্ষের তরফ থেকে গুলি ছোড়া হলে নিজেদের ছোড়া গুলিতেই নিহত হয় পরিতোষ ও সৈদুর রহমান।
ঘটনার খবর পেয়ে ছুটে আসে গংগারামপুর থানার পুলিশ।মৃত দেহ উদ্ধার করে পুলিশ।ময়না তদন্তের জন্য মৃতদেহ দুটিকে বালুরঘাটের জেলা হাস্পাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ সুত্রে খবর।