সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম : জেলায় জেলায় ,শহরে, গ্রামে যেভাবে পুলিশ “সেভ ড্রাইভ, সেভ লাইফ” এর সচেতনতামূলক প্রচার ও ব়্যালি করছে পথ দুর্ঘটনা কমানোর জন্য তার কোনো সুফল দেখতে পাচ্ছে না বীরভূম জেলা পুলিশ।
এদিন নলহাটী থানার গোপালপুর গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে, লড়ির ধাক্কায় মারা যান দুই বাইক আরোহী। খবর সূত্রে জানাযায়, স্বামী ও স্ত্রী বাইকে যাচ্ছিলেন । সেই সময় একই দিকের একটি লরি এসে তাঁদের ধাক্কা মারলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় ।
বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিলনা বলে জানা যায়। মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় । তবে এখনও পর্যন্ত কোন রকম পরিচয় পাওয়া যায়নি ওই দুজনের। এই ঘটনার ফলে বেশ কিছুক্ষন পথ অবরুদ্ধ হয়ে পড়ে ।