নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে দুই জে এম বি গ্রেফতার। পাকিস্তানে এয়ার স্ট্রাইকের পর ভারতবর্ষ জুড়ে লাল সর্তকতা জারি করেছে গোয়েন্দা দপ্তর। সর্তক করা হয়েছে অন্যান্য প্রতিবেশী দেশগুলিকেও। এরই মধ্যে ভারতের মালদা জেলার পার্শবর্তী বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার আঝইর এলাকা থেকে বাংলাদেশের র্যাপিড অ্যাকশন বাহিনী জেহাদি বই, লিফলেট সহ জেএমবির দুই সদস্যকে আটক করেছে।
এই ঘটনায় সীমান্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ধৃতরা হল বাইরুল ইসলাম (৩৪) ও শফিকুল ইসলাম (৪৮)। এদের বাড়ি চাঁপাইনবাগবঞ্জের নাচোল উপজেলার ফুরসেদপুর গ্রামে।
ধৃতরা সীমান্তবর্তী এলাকায় গোপন ডেরায় জামেয়েতে মুজাহিদ্দিন বাংলাদেশ (জেএমবি)র গোপন শিবির চালাচ্ছিল। র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেএমবি সদস্যরা নাচোলের আঝইর এলাকায় একটি পেয়ারা বাগানে গোপন বৈঠক করছিল।
খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ র্যাব বাহিনী ওই এলাকায় অভিযান চালায়। র্যাবের অভিযান বেশ কয়েকজন জেএমবি সদস্য পালিয়ে গেলেও বাইরুল ও শফিকুল র্যাবের হাতে ধরা পড়ে। উদ্ধার হয় বেশ কিছু জেহাদি বই, লিফলেট ও হ্যান্ডবিল।