নিজস্ব প্রতিনিধি: বুধবার সকালে গোবড়ডাঙ্গা থানার পুলিশ টহল দেবার সময় কালিবাড়ি মোর এলাকায় দুই মহিলা এক ব্যক্তি কে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখলে আটক করে থানায় নিয়ে এসে জিঙ্গাসাবাদ করে জানতে পারে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এই দেশে প্রবেশ করে।
সাথী (সুমি) আকতার এবং রিনা আকতার দুজনের বাড়ি নরসিংহা ঢাকা এলাকায়। দালাল অবিনাশ বিশ্বাস বাড়ি স্বরুপনগর থানা এলাকায়। পুলিশি জেরায় জানিয়েছে ভিন রাজ্যে কাজে যাবার উদ্দেশ্যে এই দেশে প্রবেশ। ধৃত তিনজনকে বুধবার বারাসাত আদালতে পাঠানো হয়েছে।