গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া: কংগ্রেস নেতা তথা কান্দির আইন কলেজের আংশিক সময়ের অধ্যাপক তুহিন সামন্তের ১২ তম মৃত্যু দিবস উপলক্ষ্যে কাটোয়া মহকুমা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পদযাত্রা ও রক্তদান শিবির আয়োজিত হবে আগামী ২৫ শে ফেব্রুয়ারি সোমবার শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের চাণ্ডুলী গ্রামে।
এই উপলক্ষ্যে শনিবার কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে মুস্থূলীর মিত্র সংঘ পাঠাগারে আয়োজিত হল একটি প্রস্তুতি সভা।
এই সভায় উপস্থিত ছিলেন জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইসমাইল দফাদার, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, উপপ্রধান তপন হাজরা, কাটোয়া ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার সহ প্রমুখ।
এছাড়াও জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিটি সদস্য, প্রতিটি বুথের সুপারভাইজার, তৃণমূল কর্মী-সমর্থক সহ সাধারণ মানুষ।