নিজস্ব প্রতিনিধি: এক পথ দূর্ঘটনায় মৃত্যু হল ইট ব্যবসায়ী তারা চৌবের। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে আলিপুরদুয়ার জেলার বীরপাড়া ডিমডিমা চৌপথি এলাকায় ।
এথেলবাড়ি এলাকার ইট ব্যবসায়ী তারা চৌবে ( 60 ) বাইকে বীরপাড়া থেকে এথেলবাড়ি যাচ্ছিলেন। ডিমডিমা চৌপথি এলাকায় একটি ট্রাক পিছন দিক থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয় । বীরপাড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।