নিজস্ব সংবাদদাতা: গ্রাম পঞ্চায়েতের তালা ঝুলালো তৃণমূল সদস্য ও কর্মীরা। দীর্ঘ ২ ঘন্টা তালা বন্ধ পঞ্চায়েত কার্যালয়টি। জানাগেছে, বালুরঘাট ব্লকের চকভৃগু গ্রাম পঞ্চায়েতে বিজেপি পরিচালনা করছে।
সেখানে মূল বিরোধী তৃণমূল। বিজেপি বোর্ডের বিরুদ্ধে উন্নয়ণে ব্যর্থতার অভিযোগ তুলে বুধবার সরব হয় তৃণমূল সদস্য সহ এলাকার তৃণমূল কর্মীরা। তারা ওই কার্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন।
প্রায় দুঘন্টা বন্ধ থাকে সমস্ত কাজকর্ম। খবর পেয়ে ওই পঞ্চায়েতে ছুটে আসেন বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও রত্নদীপ দাস সহ বালুরঘাট থানার পুলিশ। প্রশাসনের হস্তক্ষেপে তালা খোলা হয়।